কিটের কার্যকারিতা পরীক্ষায় গণস্বাস্থ্যকে বিএসএমএমইউর চিঠি

কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য গণস্বাস্থ্য কেন্দ্রকে চিঠি দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার দুপুরে এ চিঠি দেওয়া হয় বলে গণস্বাস্থ্যের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী জানিয়েছেন, আজ দুপুর ২টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ চিঠি দিয়েছেন। চিঠিতে কিটের কার্যকারিতা পরীক্ষার খরচ বাবদ চার লাখ ৩৫ হাজার টাকা ব্যাংকে জমা দিতে বলা হয়েছে।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এটা সরকারি খরচ। এতে আমাদের কোনো আপত্তি নেই। দুপুর ২টায় চিঠি আসায় আজকে ব্যাংকে টাকা জমা দিতে পারি নাই, আগামীকাল জমা দেব।’

জাফরুল্লাহ চৌধুরীর প্রেস সমন্বয়ক জাহাঙ্গীর আলম মিন্টু এক বিজ্ঞপ্তিতে জানান, বিএসএমএমইউ কমিটি কার্যকারিতা পরীক্ষার জন্য ২০০ কিট চেয়েছে। সেটাও আগামীকাল ১১টার মধ্যে পৌঁছে দেওয়া হবে।

এর আগে গতকাল সোমবার এক সংবাদ সম্মলেনে অভিযোগ করে জাফরুল্লাহ চৌধুরী বলেছিলেন, বিএসএমএমইউর উপাচার্যের অনুমতি না পাওয়ার কারণে কিটের কার্যকারিতা পরীক্ষা করা যাচ্ছে না।

এর একদিনের মাথায় চিঠি পেল গণস্বাস্থ্য কেন্দ্র।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ