সেই বাড়িওয়ালি গ্রেপ্তার, রিমান্ডের আবেদন

ঝড়ের মধ্যে দুই মাসের শিশুসন্তানসহ ভাড়াটিয়াকে বাসা থেকে জোর করে বের করে দেওয়া বাড়িওয়ালি নূর আক্তার শম্পার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ বুধবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার উপপরিদর্শক মো. সাইদুর রহমান এ আবেদন করেন। আজই দুপুর ১২টার পর নূর আক্তার শম্পাকে আদালতে হাজির করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, আজ বিকেল ৩টায় এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে শম্পাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

নথি থেকে জানা যায়, বাড়িওয়ালি শম্পার বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় ভাড়াটিয়াকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবারের সদস্য মো. সেলিম হোসেন।

এজাহারে উল্লেখ করা হয়, গত রোববার রাতে এক মাসের ভাড়া বাকি থাকায় দুই মাসের নবজাতকসহ তিন সন্তান ও তাদের মা-বাবাকে মারধর করে পান্থপথের বাসা থেকে তাড়িয়ে দেন বাড়িওয়ালি শম্পা।

পরে র‌্যাব-পুলিশের সদস্যরা মানবিক বিবেচনায় ভাড়াটিয়াকে বাড়িতে রাখার অনুরোধ জানালেও শম্পা অস্বীকৃতি জানান।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ

%d bloggers like this: