নিদাহাস ট্রফিতেও নেই সাকিব
নিউজ ডেস্ক : চোটের কারণে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি সাকিব। শ্রীলঙ্কার নিদাহাস ট্রফিতে ফেরার আশায় ছিলেন। কিন্তু বিধিবাম! হাতের আঙুলের চোটের কারণে নিদাহাস ট্রফিতেও খেলা হচ্ছে না এই বিশ্ব সেরা অলরাউন্ডারের। সাকিবের পরিবর্তে দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস। আজ শনিবার দুপুরে বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাঁ হাতের আঙুলে পাওয়া চোটের জায়গাটিতে ১০টি সেলাই খোলা হলেও এখনও ব্যথা রয়েছে। থাইল্যান্ডের বিশেষজ্ঞ অর্থোপেডিক চিকিৎসক সব পরীক্ষা করে জানিয়েছিলেন, অন্তত দুই সপ্তাহ ফিজিওথেরাপি নিতে হবে সাকিবকে। ব্যাংককে থেকেই থেরাপি নেওয়ার পরামর্শ দিয়েছিলেন থাই চিকিৎসক। তবে শেষ পর্যন্ত তার দেশে ফেরার সিদ্ধান্ত হয়। গত বুধবার রাতে ব্যাংকক থেকে ঢাকায় ফেরেন সাকিব এবং এখানেই আগামী এক সপ্তাহ থেরাপি নেবেন।
আগামী ৬ মার্চ থেকে কলম্বোয় শুরু হচ্ছে নিদাহাস ট্রফি। বিসিবি আশা করেছিল সাকিব দলের সঙ্গে যাবেন। কিন্তু তার যাওয়া হচ্ছে না। রোববার শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ত্যাগ করবে বাংলাদেশ ক্রিকেট দল। দলকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ।