তোমারই স্মৃতি

জি.আর.হায়দার
………………………………
যন্ত্রণার মর্মব্যথা কতটুকু গভীর
যতটুকু জ্বলন্ত কয়েলের ধুঁয়ায়
শ্বাসপ্রশ্বাসে আঘাত হানে নিরবতায়
একাকীত্বে হৃদয়ে…..
অবহেলিত জীবনটা যে ঝিরঝির বৃষ্টির মত,
যা শুরু হয়ে চলতে থাকে জীবনধারায়?
আমি সেই অনুভূতির স্পন্দন তোমার হৃদয় গহীনে প্রবেশ করাতে চাই,
যেন একবারের জন্য হলেও তুমি বুঝ;
অনাদর, অবাঞ্ছিত কত কষ্ট, কত বেদনা
স্মৃতির মঞ্চে তুমি শুধুই ইতিহাস
হৃদয়হীনা কঠিন এক যন্ত্রণা !
যেখানে ভালোলাগার কোন পৃষ্ঠাযুক্ত হয়নি
এরপরও আমি তোমায়, হৃদয়কুটিরে ধারন করেছি।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ

%d bloggers like this: