ঝরে কেবল আঁখি —- জি. আর. হায়দার

দুর্ভাবনার দিনগুলো যেন
কুড়েকুড়ে খাচ্ছে
ক্ষুধার জ্বালায় আমাদের
পেট জ্বলে যাচ্ছে।
কোথায় যাবো কি করিবো
কোন কোল নাই
পেটের ক্ষুধা বাধ মানে না
কোথায় বলো যাই।
আছে যাদের সমর্থ অাজ
ও-হে প্রাণের ভাই
কোন রকম দাও আমাদের
জীবন বাঁচাতে চাই।
কাজের মানুষ কাজ হারিয়ে
ঘরে বসে থাকি
ক্ষুধার জ্বালা সহেনা প্রাণে
ঝরে কেবল আঁখি।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ

%d bloggers like this: