শোক-শ্রদ্ধায় কিশোরগঞ্জে বঙ্গবন্ধুকে স্মরণ

শোক-শ্রদ্ধায় নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে কিশোরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্যদিয়ে সোমবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসের কর্মসূচি শুরু হয়।

সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে ফুলেল শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

পরে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা এবং বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও অনুরূপ কর্মসূচি পালন করা হয়।

এছাড়া শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, হামদ-নাত, মসজিদ-মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনার মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়।

এসব কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা দিক তুলে ধরাসহ জাতির পিতাসহ ১৫ই আগস্টে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ

%d bloggers like this: