জাতীয় শোক দিবস উপলক্ষে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্প
স্টাফ রিপোর্টার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে হৃদরোগ ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। সোমাবার (১৫ আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত এইসেবা দেওয়া হয়। এতে রোগী দেখেন প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতাল হৃদরোগ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক কর্ণেল (অবঃ) ডাঃ জেহাদ খান , সহকারী অধ্যাপক ডাঃ মোঃ হিকমত আলীসহ অন্যান্যরা।