প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিক্যাল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিক্যাল কলেজে এমবিবিএস নতুন ১০ ব্যাচের শিার্থীদের বরণ ও ডাক্তারি পোশাক পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে কলেজের নিজস্ব অডিটোরিয়ামে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. আ ন ম নৌশাদ খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলেজের চেয়ারম্যান (সাবেক রাষ্ট্রপতি পত্নী) রাশিদা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোঃ রাসেল শেখ পিপিএম বার।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি পত্নী রাশিদা খানম জানান, হাওর জনপদে গণমানুষের মধ্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ প্রতিষ্ঠানটি বিশেষ অবদান রাখছে। তিনি তার বক্তব্যে এ কলেজের শিার্থীদের ভালো চিকিৎসক হওয়ার সাথে সাথে মানবিক আচরণ ও ভালো মানুষ হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন। এর জন্য পড়ালেখার পাশাপাশি শিার্থীদের নৈতিক শিা বিশেষ করে ইসলামিক জ্ঞান আহরণেরও আহ্বান জানান।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ

%d bloggers like this: