কিশোরগঞ্জে নকল বিড়ি জব্দ

ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ সদর উপজেলার কাতিয়ারচর বেলী ব্রীজ সংলগ্ন, মোঃ মঞ্জিল হোসেন নামক এক ব্যবসায়ীর দোকানে ৬ হাজার নকল বিড়ি জব্দ করেন অাকিজ বিড়ি ফ্যাক্টরী লিঃ এর কিশোরগঞ্জ জেলা সহঃ ব্যাবস্থাপক মোঃ অাবুল বাশার ও সদর এরিয়ার এরিয়া ম্যানেজার খন্দকার ইমদাদুল হক।

রবিবার (12 জুলাই) এসব নকল বিড়ি জব্দ করেন। এবং ব্যবসায়ী ও সর্বসাধারনের সম্মুখে পোড়ানো হয়।

আকিজ বিড়ি ব্যবস্থাপক জানান, কিছু চক্র সরকারের রাজস্ব ফাকি দিয়ে নকল বিড়ির ব্যবসা দ্বারা ভোক্তা সাধারনকে প্রত্যারিত করছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ

%d bloggers like this: