পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ
মো: মুন্জুরুলহক মুন্জু
পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। পুরস্কৃত হলেন গ্রাম পুলিশ আঃ রহমান’। এলাকা বাসি সৃত্রে জানাযায়(৫ জুন) শুক্রবার বিকালে উপজেলা পাটুয়াভাংগা ইউনিয়ানের মধ্য সার্টিয়াদী গ্রামে বাল্য বিবাহ হচ্ছে এমন সংবাদ পেয়ে উপজেলা মহিলা বিষয়ক স্বপন কুমার দত্ত।অাহতিয়া তদন্দ্র কেন্দ্রর উপ পুলিশ পরিদর্শক জিন্নাত অালী একদল পুলিশ নিয়ে বাল্য বিবাহ বন্ধ করেন।এই সময় মহিলা বিষয়ক কর্মকর্তা মধ্য সার্টিয়াদী গ্রামের ইসলাম উদ্দিনের মেয়ে তামান্না (১৬)একই ইউনিয়ানের অাউলিয়া পারা গ্রামের ওয়াদুদের ছেলে ইয়াছিন(২০) কে সহ বাল্য বিবাহ বিষয়ে সরকারের কঠোর অবস্হানের কথা উল্লেখ করেন এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য অাহবান জানান।বাল্য বিবাহ দিবেনা এই রুপ কাজে কথনো সহায়তা করবেনা মর্মে বর: কনে ও নিকাহ রেজিস্টার অাবুল বাশারের কাছ থেকে মুছলেকা গ্রহন করা হয়।বাল্য বিবাহের গোপন সংবাদ প্রশানের কাছে পৌছানোর জন্য গ্রাম পুলিশকে মহিলা বিষয়ক কর্মকর্তা ৫০০ শত টাকা পুরস্কৃত করেন।