কোভিড-১৯ অাপডেট ( ০৭ জুন ২০২০ )
কিশোরগঞ্জে অারও ৬২ জন করোনা অাক্রান্ত সনাক্ত। গত ১ জুন তারিখে ঢাকায় ৩১২ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জন, ৩ জুন কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলজের পিসিঅার ল্যাবে ২৪ জনের নমুনা পরীক্ষায় ৬ জন এবং ৫ জুন একই ল্যাবে ৭০ জনের নমুনা পরীক্ষা করে ১৪ সহ মোট ৬২ জনের কোভিড-১৯ পজেটিভ পাওয়া যায়। এ নিয়ে জেলায় মোট অাক্রান্ত হয়েছেন ৬৬৪ জন।
এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫ জনের। বর্তমানে জেলায় অাইসোলেশনে অাছেন ৪২১ জন।
নতুন অাক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদরে ৮ জন, হোসেনপুরে ১ জন, করিমগঞ্জে ১ জন, তাড়াইলে ৩ জন, পাকুন্দিয়ায় ১ জন, কটিয়াদীতে ৩ জন, কুলিয়ারচরে ১৩ জন, ভৈরবে ২৫ জন, নিকলীতে ১ জন ও কাজিতপুরে ৬ জন রয়েছেন।