কিশোরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান

মোঃ মনির হোসেন: কিশোরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে।

শুক্রবার (০২ জুন) দুপুরে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের খিলপাড়া উবাই পার্কে কিশোরগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন অব বাংলাদেশ এর আয়োজনে এ ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

এতে কেকেএবি’র চেয়ারম্যান মোঃ তসলিমুর রহমান খান রবিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি শরীফুল ইসলাম শরীফ, কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ জাবেদ রহিম, এমএম খান এন্ড কোম্পানির চেয়ারম্যান আজমল খান, পথশিশু কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মোঃ ফজলুল হক, ইস্পাহানি টি লিঃ এর কিশোরগঞ্জ সিনিয়ন ডিবিশনাল ম্যানেজার এসএম ইনসানুল হক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কেকেএবি’র মহা সচিব মোঃ আনোয়ার হোসেন মেনন।

পরে আলোচনা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

 

#মোঃ মনির হোসেন/নিউজ রুম এডিটর

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ

%d bloggers like this: