কিশোরগঞ্জের কৃতি সন্তান পুলিশের নায়েক আবু হানিফের করোনা জয়
মোঃ মনির হোসেন: করোনা পরিস্থিতিতে ফ্রন্ট লাইনের যোদ্ধা হিসেবে যারা কাজ করছেন তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ পুলিশ। যারা শুরু থেকেই করোনা পরিস্থিতিতে ভূমিকা রেখে চলেছেন।
করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া ব্যক্তিদের দাফন, সৎকার থেকে শুরু করে সবই করে থাকেন তারা। আর এটা করতে গিয়ে সারা দেশেই মরণঘাতী করোনাভাইরাসের ছোবলে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
গত সোমবার (১ জুন) বাংলাদেশ পুলিশের নায়েক আবু হানিফ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে সেম্পল জমা দিলে গত শুক্রবার (৫ জুন) পজিটিভ রিপোর্ট আসে।
পরে গত শুক্রবার (৫ জুন) রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন। টানা ১৫ দিন চিকিৎসা নেওয়ার পর সম্পূর্ণ সুস্থ্য নিজ বাড়ি ফিরেন।
আবু হানিফ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বাহিরচর গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল হাই এর সন্তান। তিনি বর্তমানে ঢাকা জেলার মিলব্যারাক পুলিশ লাইনে কর্মরত আছেন।