হাঁসের কচুরিপানা খাওয়া নিয়ে তাড়াইলে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

আমিনুল ইসলাম বাবুল :
কিশোরগঞ্জের তাড়াইলে তুচ্ছ বিষয় নিয়ে বিরোধের জেরে তাজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার (১৮ মে) রাতে উপজেলার জাওয়ার ইউনিয়নের ইছাপশর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম ইছাপশর গ্রামের আনোয়ার আলীর ছেলে।
তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে।
সূত্র জানান, কয়েক দিন আগে পুকুরে হাঁসের বাচ্চায় কচুরিপানা খাওয়া নিয়ে নিহত তাজুল ইসলামের সাথে একই গ্রামের আব্দুর রহিম ও তার ছেলেদের ঝগড়া হয়। এ দিন তাজুল ইসলাম আব্দুর রহিমের পরে একজনকে মারধর করেন।
এ ঘটনার জের ধরে সোমবার (১৮ মে) সন্ধ্যার পর বাড়ির সামনে আব্দুর রহিমের পরে লোকজন তাজুল ইসলামের ওপর হামলা করে। এ সময় তাজুল ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপরে লোকজন।
আশংকাজনক অবস্থায় তাঁকে প্রথমে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানিয়েছে তাড়াইল থানা পুলিশ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ

%d bloggers like this: