বাজিতপুরে করোনাভাইরাসে সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল – নির্বাহী প্রকৌশলী নিজ কর্মস্থলে আছেন

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি;

সারাদেশের ন্যায় বাজিতপুর উপজেলা পরিষদসহ সকল কর্মকর্তা করোনাভাইরাসের কারণে ছুটি বাতিল করেছে সরকার। এরই ধারাবাহিকতায় বাজিতপুর বিদ্যুতের নির্বাহী প্রকৌশলী মোঃ সালাহ উদ্দিন খান গতকাল রবিবার পর্যন্ত নিজ কার্যালয়ে কার্যদিবস পালন করছেন। কারণ করোনাভাইরাসের কারণে সরকার সাধারণ ছুটি বাতিল করে কর্মকর্তাদের স্ব-স্ব স্থানে থাকার নির্দেশ দিয়েছেন। তিনিও এ নির্দেশের বাহিরে নন। এদিকে; বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্বীপ্তিময়ী জামান; সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান চৌধুরী; অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান; বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা; খলিলুর রহমান পাটোয়ারী; ভাগলপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সাহাব উদ্দিনসহ সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যরা তাদের নিজ নিজ দায়িত্ব পালন করে আসছেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ

%d bloggers like this: