পেটের সমস্যা আর করোনা ভাইরাস…

চন্ড দাপট দেখাচ্ছে করোনা ভাইরাস। দিন দিন তার চেহারা পরিবর্তন করে চলছে। দেখা দিচ্ছে নতুন নতুন উপসর্গ। এখন শুধু জ্বর, শুকনো কাশি, গলা ব্যাথা, অরুচি, খাবারের গন্ধ না পাওয়া আর শ্বাসকষ্টই করোনা ভাইরাসের উপসর্গ নয়। নতুন করে দেখা দিচ্ছে পেট ব্যথা ও ডায়রিয়া যা হতে পারে করোনার অন্যতম উপসর্গ। যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে অনেক কোভিড-১৯ রোগীর মধ্যে একটি নতুন লক্ষণ উপস্থিত হতে শুরু করেছে। সেটা হলো পেটের ব্যথা।

তাই পেটের ব্যথা কোভিড -১৯ এর একটি নতুন লক্ষণ। যদি কেউ পেটে ব্যাথা এই লক্ষণটি অনুভব করতে শুরু করে তবে তার সতর্কতা অবলম্বন করা উচিত। ইংল্যান্ডের হাসপাতাল গুলোতে করোনা ভাইরাসের জন্য অনেক রোগীদেরও শুধু পেটের ব্যথার লক্ষণ হিসেবে দেখা যাচ্ছে। আমেরিকান জার্নাল অব গ্যাস্ট্রোএন্টারোলজিতে প্রকাশিত একটি সমীক্ষায় পরামর্শ দেয়া হয়েছে যে, লোকজন হজমজনিত সমস্যার সম্মুখীন হতে পারে যা সংক্রমণের ইঙ্গিত দিতে পারে এবং এর মধ্যে ডায়রিয়াও অন্তর্ভুক্ত থাকতে পারে। কোভিড-১৯ আক্রান্ত হয়ে মাসখানেক শয্যাশায়ী ছিলেন এমন এক রোগীর প্রথম দিকে তার ছিল কেবল ডায়রিয়া, বমি আর পেটব্যথা। চীনের উহানের ইউনিয়ন হাসপাতাল ও টাঙ্গি মেডিকেল কলেজের বিজ্ঞানীর জানিয়েছেন, অনেক সময়ই করোনা সংক্রমণের রেশ এসে পড়ে পেটে। যার ফলে এখন পেট ব্যাথা, বমি, পাতলা পায়খানা, জ্বর হলে অবহেলা করা উচিৎ নয়। এই লক্ষন গুলি দেখা দিলেও তার করোনা ভাইরাস সংক্রমণ আছে কিনা তার টেস্ট করতে হবে। না হলে ঘটতে পারে বিপর্যয়। আল্লাহ সবাইকে হেফাজত করুন।

ডাঃ মুহাম্মাদ আবিদুর রহমান ভূঞা,
লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ,
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য),  এমডি (হেপাটোলজী)
আবাসিক চিকিৎসক, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, কিশোরগঞ্জ

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ