পাকুন্দিয়া উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ইমামদের হাতে নগদ টাকা তুলেদেন
মো:মুন্জুরুলহক মুন্জু
পাকুন্দিয়া উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আজ শুক্রবার উপজেলা পরিষদ হলরুমে ‘মাননীয় প্রধামন্ত্রীর সদয় নির্দেশনা অনুযায়ী ‘ করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় পাকুন্দিয়া উপজেলার পৌরসদর ৮৪ টি মসজিদের ৪ লক্ষ ২০ হাজার টাকা করে প্রতি ইমামের হাতে ৫ হাজার টাকার আর্থি ক নগদ অনুদান তুলে দেন ‘ সংসদ সদস্য নূর মোহাম্মদ উপজেলা নির্বার্হী অফিসার মো:নাহিদ হাসানের সভাপতিত্বে’এতে : এই সময় উপস্হিত ছিলেন সহকারি কমিশনার ভূমি লুৎফর রহমান’নারান্দি ইউপি চেয়াম্যান মো: শফিকুল ইসলাম’ ফাউন্ডেশনের সুপারভাইজার মো: মঈন উদ্দিন।উল্লেখ্য যে’ কওমী মাদ্রাসার ‘এতিমখানা অাওতাদীন মসজিদ বাদ দিয়ে অনুদান দেওয়া হয়।পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যায়ের পৌরসভার হতদরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার ও শিশুদের পোষাক বিতরন করেন ‘ এমপি।