পাকুন্দিয়ায় ৩ শত আনসার ভিডিপির সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ

মো: মন্জুরুলহক মুন্জু
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে কিশোরগন্জের পাকুন্দিয়া  উপজেলার ৩ শত জন সেচ্ছাসেবী আনসার ভিডিপি সদস্য ওসদস্যাদের মধ্যে ত্রান বিতরন করা হয়েছে। আজ (রবিবার) দুপুরে পাকুন্দিয়া উপজেলার আনসার ভিডিপির কার্যালয়ের সামনে ত্রান বিতরন উদ্বোধন করেন কিশোরগন্জেরর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা  বাহিনীর জেলা কমাড্যান্ড জে’ এ ইমরান ‘এই সময় উপস্থিত ছিলেন ‘সহকারী জেলা কমাড্যান্ড  মো:  মোতালিব: উপজেলা আনসার  ভিডিপি অফিসার মো:হারুন অর রশিদ”প্রশিক্ষক মো:শামিম’ প্রমুখ।প্রতিজনকে  ৫ কেজি চাল’১ কেজি ডাল’২কেজি আলু ‘১লিটার সয়াবিন তৈল’১ কেজি পেয়াজ’ ১টি সাবান’১টি করে মাস্ক বিতরন করা হয়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ