নিকলীতে যুবলীগ নেতা নিজ অর্থায়নে ঈদ সামগ্রী ও কাপড় বিতরণ

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি;

কিশোরগঞ্জের নিকলী উপজেলা যুবলীগ নেতা করোনাভাইরাস প্রতিরোধে গত দুই মাস ধরে কর্মহীন; দুস্থ ও অস্বচ্ছল পরিবারগণকে এ পর্যন্ত নগদ অর্থ; চাল; ডাল; চিনি; ছোলা; সাবান; মাস্কসহ অন্যান্য সামগ্রী বিতরণ করে আসছেন। এ ছাড়া তিনি গত বুধবার নিকলী উপজেলার ৫০০ পরিবারের মধ্যে প্রতি পরিবারকে একটি শাড়ী; একটি লুঙ্গি; মেয়েদের জন্য সেলোয়ার কামিজ ও প্রত্যেক জনকে নগদ ৫০০ টাকা করে বিতরণ করেছেন বলে খবর পাওয়া গেছে। এদিকে যুবলীগ নেতা আল-আমিন নিকলী সদরসহ ৯টি ইউনিয়নের মধ্যে পূর্বগ্রাম, কামারহাটি, বানিয়াহাটি, নগর মহর কোনা, ষাইটধার, মাইজহাটি, খালিছাহাটি, গোবিন্দপুরসহ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে নগদ অর্থ; চাল; ডাল; চিনি; ছোলা; সাবান; মাস্কসহ অন্যান্য সামগ্রী বিতরণ করেন। এ বিষয়ে যুবলীগ নেতা মোঃ আল আমিন বলেন, আমি করোনাভাইরাস শুরু থেকে আজ পর্যন্ত আমার সামথ্য অনুযায়ী ৬ লক্ষ টাকা পর্যন্ত বিতরণ করেছেন গরিব ও দুস্থদের মাঝে। তিনি বলেন, সামনে যতদিন দেশের পরিবেশ পরিস্থিতি ভাল না হবে ততদিন পর্যন্ত অসহায় ও কর্মহীন মানুষদের মাঝে এসব সামগ্রী বিতরণ চলমান থাকবে বলে উল্লেখ করেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ

%d bloggers like this: