কি‌শোরগ‌ঞ্জে ১৭ জ‌নের কো‌ভিড-১৯ প‌জে‌টিভ।

 গত ২৩ মে তা‌রি‌খের ২২৪ জ‌নের নমুনা পরীক্ষায় ১৭ জ‌নের কো‌ভিড-১৯ প‌জে‌টিভ পাওয়া যায়। উপ‌জেলা ওয়া‌রি আক্রান্তের সংখ্যা হচ্ছে, কি‌শোরগ‌ঞ্জে ১জন,  ক‌রিমগঞ্জ ১জন, তাড়াই‌লে ১জন, ক‌টিয়াদী ১জন, পাকু‌ন্দিয়ায় ১ জন, কু‌লিয়ারচর ১জন, ভৈরব ১০জন ও বা‌জিতপুর ১ এ নি‌য়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩১৭ জন। মৃত্যু হ‌য়ে‌ছে ৯ জ‌নের। এ পর্যন্ত সুস্থ হ‌য়ে‌ছেন ১৯২ জন এবং আইসোলেশনে আছে ১২৯ জন।

%d bloggers like this: