কিশোরগঞ্জে ইমাম ও মুয়াজ্জিনগণকে প্রধানমন্ত্রীর উপহার
মোঃ মনির হোসেন: করোনা ভাইরাসের কারণে আর্থিক সংকটে থাকা কিশোরগঞ্জের ২’শ জন ইমাম ও মুয়াজ্জিনদের প্রধানমন্ত্রীর উপহার (ত্রাণ সামগ্রী) প্রদান করা হয়েছে।
রবিবার (১০ মে) কিশোরগঞ্জ জেলা প্রশাসনের পক্ষে ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রত্যেককে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ লিটার তেল, ৫ কেজি আলু, মিষ্টি কুমড়া ১ টি, সাবান ১ টি করে ত্রাণসামগ্রী দেয়া হয়।
এতে জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেস বাংলাদেশ সরকারের সচিব ও ভূমি সংস্কার বোর্ড চেয়ারম্যান মোঃ আবদুল মান্নান। জেলা পরিষদ চেয়ারম্যান এড. জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, কিশোরগঞ্জ পৌরসভা মেয়র মাহমুদ পারভেজ, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. শাহ জাহান, সাধারণ সম্পাদক এড. এম আফজল, স্বেচ্চাসেবকলীগ সভাপতি প্রকৌ. শরিফুল ইসলাম, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগমসহ অন্যান্যরা।