কিশোরগঞ্জে আজ ১০ জনের করোনা শনাক্ত

কিশোরগঞ্জ জেলায় সর্বশেষ পাওয়া নমুনা পরীক্ষা রিপোর্টে নতুন করে আরো ১০ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে। সোমবার (১১ মে) জেলায় সংগৃহীত মোট ১৩১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যার দিকে পাওয়া যায়।

জেলায় আরো ৪ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। এর আগে জেলায় সুস্থ হওয়ার সংখ্যা ছিল ১৭২ জন।

বাকি ১০ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে। নতুন করে করোনা শনাক্ত হওয়া ১০ জনের মধ্যে একজন কিশোরগঞ্জ সদর উপজেলার, একজন করিমগঞ্জ উপজেলার, একজন বাজিতপুর উপজেলার এবং ৭ জন ভৈরব উপজেলার।

নমুনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী কিশোরগঞ্জ জেলায় মোট ২০৯ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ এসেছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ

%d bloggers like this: