করোনা শনাক্ত হওয়া পাঁচজনের মধ্যে একজন জেলার তাড়াইল উপজেলার এবং চারজন ভৈরব উপজেলার

কিশোরগঞ্জ জেলায় সর্বশেষ পাওয়া নমুনা পরীক্ষা রিপোর্টে নতুন করে আরো পাঁচজনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে। রোববার (১০ মে) জেলায় সংগৃহীত মোট ৯৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট মঙ্গলবার (১২ মে) রাতে পাওয়া যায়।

সোমবার (১১ মে) রাত পর্যন্ত কিশোরগঞ্জ জেলায় করোনা শনাক্তের সংখ্যা ছিল ১৯৪ জন। নতুন করে আরো পাঁচজন শনাক্ত হওয়ায় বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৯ জনে।

দিকে নতুন করে জেলায় আরো ৮ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। এর আগে জেলায় সুস্থ হওয়ার সংখ্যা ছিল ১৬৪ জন।

নতুন করে আরো ৮ জন সুস্থ হওয়ায় জেলায় মোট ১৭২ জন সুস্থ হয়েছেন। যা মোট আক্রান্তের ৮৬ শতাংশের কিছু বেশি।

নতুন করে করোনা শনাক্ত হওয়া পাঁচজনের মধ্যে একজন জেলার তাড়াইল উপজেলার এবং চারজন ভৈরব উপজেলার।

ফলে মঙ্গলবার (১২ মে) রাত পর্যন্ত পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী কিশোরগঞ্জ জেলায় মোট ১৯৯ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ এসেছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ

%d bloggers like this: