করিমগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মোয়াজ্জিনের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে করোনা ভাইরাস কোভিড-১৯ আক্রান্ত হয়ে নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় সামছুদ্দিন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টার দিকে করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টামনী ইসলামপুর গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি টামনী ইসলামপুর পূর্বপাড়া জামে মসজিদে অবৈতনিক ভিত্তিতে মোয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন। এলাকায় তিনি একজন সজ্জন মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান করোনা পজেটিভ সামছুদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৮ মে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। পরে ২৩ মে পাওয়া রিপোর্টে তার কোভিড-১৯ পজেটিভ আসে।

করোনা শনাক্ত হওয়ার পর থেকে তিনি নিজ বাড়িতেই আইসোলেশনে ছিলেন। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

এদিকে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তসলিমা নূর হোসেন ও করিমগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলাম মারা যাওয়া ওই ব্যক্তির দাফন কার্যক্রম তদারকি করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসরণ করে বাদ জোহর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ

%d bloggers like this: