ইন্ডিয়া থেকে আগত সন্দেহ জনক রোগী সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে ভর্তি

স্টাফ রিপোর্টার

আজ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া বর্ডার দিয়ে কিশোরগঞ্জের ৩জন সন্দেহ জনক রোগী বাংলাদেশে প্রবেশ করে। পরে বাংলাদেশ পুলিশ ও স্বাস্থ্য প্রশাসন সন্দেহ জনক রোগীদের কে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে ভর্তি করে। জানা যায় তারা ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যায়। কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া প্রথম মোড় এলাকার বাসিন্দা মায়ের বয়স ৫৩ বছর এবং তার এক ছেলের বয়স ২৮ ও আরেক ছেলের বয়স ১৬ বছর। তাদের কে কাল সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করবে। কিশোরগঞ্জের সিভিল সার্জন ডাঃ মজিবুর রহমান জানায় ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্য প্রশাসন, কিশোরগঞ্জ স্বাস্থ্য প্রশাসন ও পুলিশের তত্ত¡াবধানে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রাত ১১টার সময় সন্দেহজনক রোগীদের ভর্তি করা হয়েছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ

%d bloggers like this: