পাকুন্দিয়ায় নূরুল ইসলাম ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ
মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী চরপাড়া গ্রামের মরহুম নূরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে আজ বৃহস্পতিবার দিনব্যাপী পবিত্র মাহে রমজান উপলে হোসেন্দী ইউনিয়নের অসহায় ৪০০ পরিবারের মধ্যে পিক-আপ ভ্যান গাড়ীতে চাল, ডাল, তেল ও আলু সহ খাদ্য সামগ্রী নিয়ে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ আহম্মেদ ফারুক খোকনের পে অসহায় পরিবারের ঘরে ত্রাণ সামগ্রী পৌছে দেন অবসর প্রাপ্ত বিজিবি সদস্য ফজলুল হক, অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাবিবুর রহমান রেনু, এই সময় উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মফিজুল হক রেনু, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য শরিফুল ইসলাম বাদল। ইতিপূর্বে তিনি করোনা ভাইরাস প্রতিরোধে হোসেন্দী ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ৪৫০ কেজি চাল বিতরণ করেন। আলহাজ্ব আহম্মেদ ফারুক খোকন বলেন করোনা ভাইরাসের কারনে সবকিছু স্থবির হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়েছেন খেটে খাওয়া লোকজন। তাদের কথা চিন্তা করে আমি আমার ব্যক্তিগত উদ্যোগ থেকে পিকাপ ভ্যান যোগে হোসেন্দী ইউনিয়নের চারশতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছি।