মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা- কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা হলমিলনায়তনে গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহম্মেদের সভাপতিত্বে ২৩০জন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছেন কিশোরগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আফজাল হোসেন। সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি স্থানীয় এমপি আলহাজ্ব মোঃ আফজাল হোসেন বলেন, মুক্তিযোদ্ধারা হলেন দেশের সূর্য সন্তান। তারা যুদ্ধে অংশ গ্রহণ না করলে আমরা স্বাধীন দেশ পেতাম না। রাজাকার, আলবদরা এই দেশ কে গত ৩৩ বছর শাসন করে দুনীর্তিগ্রস্ত করেছিল। আমরা ১০ বছরে এই দেশ কে মধ্যম আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে এগিয়ে যাচ্ছে। এই সময় ২৩০ জন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মানিত করেছেন। এই সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ছারওয়ার আলম, মুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান, সাবেক এমপি মঞ্জুর আহম্মেদ বাচ্চু মিয়া, মুক্তিযোদ্ধা নুরুল হক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মোঃ শাহজাহান মিয়া, এডঃ আব্দুর রহমান বোরহান প্রমুখ।

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ

%d bloggers like this: