হোসেনপুরে ভরা মওসুমেও সবজির দাম আকাশচুম্বি

স্টাফ রিপোর্টার ঃ কিশোরগঞ্জের হোসেনপুরে ভরা মওসুমেও সবজির দাম আকাশচুম্বি। ফলে নিন্মভিত্ত ও সাধারণ ক্রেতাদেও নাবিশ্বাস ওঠেছে। তাই ভুক্তভোগীরা বাজার নিয়ন্ত্রনে সংশ্লিষ্ট কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করে জরুরি প্রতিকার দাবি করেছেন। তথ্যনুসন্ধানে জানাযায়, প্রত্যন্ত গ্রাম-গঞ্জের বাজার গুলোতে সবজির এক রকম আকাল দেখা দেওয়ায় শিম বেগুন,ফুলকপি,লাউ,করল্লা,কাচাঁমরিচ,পেঁয়াজ ও আদাসহ কাচাঁ মালের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহের ব্যাবধানে সব ধরনের কাচাঁ মাল কেজি প্রতি বেড়েছে ১৫-২০ টাকা। এতে ক্রেতা সাধারনের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সবজির দাম।
বর্তমানে দেশী শিম বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০-৬০ টাকা, কাচাঁ মরিচ ৮০-১০০ টাকায়,পেঁয়াজ ৫০-৬০ টাকা, করল্লা ৭০-৮০ টাকা, লাউ প্রতিটি ৫০-৬০ টাকা,বেগুন ৬০-৭০টাকা,ফুল কফি প্রতিটি ৪০-৫০টাক্য় বিক্রি হচ্ছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বেশির ভাগ খুচরা বিক্রেতার নিকট সব ধরনের সবজি নেই। বিক্রেতারা জানান, স্থানীয় বাজার গুলোতে কাঁচামাল আমদানি কম থাকায় দুরদুরান্ত থেকে বেশি পরিবহন খরচ দিয়ে সবজি কিনতে হয় বিধায় একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এতে নি¤œ আয়ের লোকজন চরম বিপাকে পড়েছেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ

%d bloggers like this: