কিশোরগঞ্জের হাওড়ে বোরো জমির বাম্পার ফলনের আশঙ্কা
বাজিতপুর(কিশোরগঞ্জ) সংবাদদাতাঃ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা সহ নিকলী, অষ্ট্রগ্রাম, মিঠামইন ও ইটনা হাওড়ে এই বছর লক্ষাধিক ইরি বোরো জমিতে কৃষকরা বাম্পার ফলনের আশঙ্কা করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, এই বছর অতি বৃষ্টি ও অনাবৃষ্টি না থাকার কারণে ইরি বোরো জমিতে কৃষকরা সঠিক ভাবে সার, কারেন্ট চালিত ডিপটিওয়েল ও ডিজেল চালিত গভীর নলকূপের মাধ্যমে নদী থেকে পানি দিচ্ছেন। এতে করে কৃষকদের জমিতে ফলন ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষকরা জানান, ইরি বোরো জমি চাষ করতে গেলে মহাজনদেও নিকট থেকে চড়া সুদে টাকা এনে জমি তৈরি করতে হয়। মহাজনের সুদের টাকা দিতে গিয়ে কৃষকরা সর্বশান্ত হয়ে পড়ে। তাদের ঘরে যেখানে ঘোলা ভরা ধান থাকার কথা, সেখানে ধান উঠার সময় হাওড়ের প্রায় কৃষকের ঘোলা খালি থাকে। সূত্রটি জানায়, বৈশাখ মাসে ইরি বোরো ধানের বাম্পার ফলন হবে বলে অনেকের ধারনা করছেন। বাজিতপুর উপজেলা কৃষি কর্মকর্তা এবি এম রকিবুল হাসান জানান, যদি কাল বৈশাখী ঝড় ও অকাল বন্যা না হয় তাহলে ইরি বোরোর ফলন বাম্পার হবে বলে ধারনা করছেন।