একসাথে বেশি খাবার খেলে শরীরে কী ঘটে?
একসাথে বেশি পরিমাণ খাবার খেলে শরীরে যেসব পরিবর্তন আসতে পারে তার মধ্যে একটি হলো আরো বেশি ক্ষুধা অনুভব করা। বেশি পরিমাণ খাবার খাওয়ার পর কেমন লাগে বলুনতো?
ঝিমুনি ভাব আসতে পারে, আলসেমি লাগতে পারে এবং অবশ্য পেট পুরো ভর্তি হয়ে আছে এরকম অনুভূতি হতে পারে।
তারপরও যাদের বেশি খাওয়ার অভ্যাস পরেরদিন তিনি ঠিকই একই পরিমাণ খাবার আবার খেতে পারবেন।
বড় কোনও উৎসব যেমন ঈদ বা পূজা-পার্বণের সময় একবেলা ভর পেটে খেয়েও কেন পরের বেলা আবার ক্ষুধা লাগে অনেকের?
অতিরিক্ত খাওয়া কি আমাদের পাকস্থলীর আকার বাড়িয়ে দেয়? মানে পরের দিন কি আপনার পাকস্থলীতে আরো বেশি খাবার রাখার মতো জায়গা তৈরি হয়?
এর উত্তর হচ্ছে, বেশি খেলেই যে ক্ষুধা লাগবে তা নয়। ক্ষুধা পেলেই ক্ষুধা অনুভব করে মানুষ।
এই ক্ষুধার অনুভূতিটা আসলে কী? খাবার খেলে কি পাকস্থলী বড় হয়? এরকম কিছু প্রশ্নের উত্তর জানতে পারবেন এই প্রতিবেদনে।