বদলে গেছেন ঐশী

মিসেস ট্যুরিজম গ্লোবাল ২০১৯ (ফিলিপাইন) জয়ী ফারহানা আফরিন ঐশী। মুকুটজয়ী সুন্দরী হলেও সংগীত জগতেও রয়েছে বিচরণ। একই বছর হৃদয় খানের সঙ্গে মাই চাইল্ড নামের একটি গান করেছেন। যেটি নিজের ছেলে আহিলকে নিয়েই গেয়েছিলেন ঐশী। সেভাবেই গানটি বানিয়ে দিয়েছিলেন হৃদয় খান। দুই বছরের মাথায় ফের হৃদয় খানের হাত ধরেই ঐশীর নতুন গান প্রকাশ পেল। গানের নাম ‘বদলে গেছি।’

ফারহানা আফরিন ঐশীর জন্মদিন ছিল বৃহস্পতিবার। আর দিনকে ঘিরেই গানটি প্রকাশ করেছেন তিনি। নিজের সোশ্যাল হ্যান্ডেলে গানের ভিডিও জুড়ে দিয়ে জানতে চেয়েছেন বন্ধু শুভাকাঙ্ক্ষীদের অভিমত।

Source:Daily Kaler Kantho

%d bloggers like this: