নিজের গল্পে নিজেই নায়ক প্রসেনজিৎ

সিমেনার জন্য গল্প লিখেছেন টালিউডের জনপ্রিয় নায়ক প্রসেসজিৎ চট্টোপ্যাধ্যায়। আর সেই সিনেমায় নিজেই নায়ক হিসেবে অভিনয় করবেন বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর লকডাউনে গল্প লেখা শুরু করেন তিনি। এ বছর সেই গল্পকে চিত্রনাট্যের আকার দেওয়ার কাজ চলছে। চিত্রনাট্য লিখছেন পদ্মনাভ দাশগুপ্ত।
একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির সঙ্গে এক বাচ্চার সম্পর্কের টানাপোড়েন ফুটে উঠেছে প্রসেনজিতের লেখা গল্পে।  শোনা যাচ্ছে ছবি প্রযোজনার দায়িত্বেও থাকবেন প্রসেসজিৎ ।

তবে ছবিটি কে  পরিচালনা করবেন তা জানা যায়নি।

ছবির একটি চরিত্রের জন্য শুভশ্রী গাঙ্গুলীকে ভাবা হয়েছে। তবে এ ব্যাপারে টালিউডের পারফেকশনিস্ট খ্যাত প্রসেনজিতের কাছ থেকে কিছু জানা যায়নি।

Source:Daily Jugantor

%d bloggers like this: