আমার জীবন খোলা বইয়ের মতো: পুনম

বিয়ের এক বছর না পেরোতেই অন্তঃসত্ত্বা পুনম পাণ্ডে। বলিউডের এই অভিনেত্রীকে নিয়ে এমন খবরই ঘোরাফেরা করছিল পরিচিত মহলে। বেশ কয়েকটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছিল ‘৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা পুনম’। মুম্বাইয়ে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মা হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন পুনম।অভিনেত্রী জানিয়েছেন, আমার জীবন খোলা বইয়ের মতো। আমার অন্তঃসত্তা হওয়ার বিষয়টি সত্যি নয়। আমি যদি অন্তঃসত্তা হতাম তাহলে মিষ্টি বিতরণ করে সবাইকে খাওয়াতাম। আমাকে জোর জবরদস্তি ‘অন্তঃসত্ত্বা’ বানাবেন না। কমপক্ষে আমাকে একবার জিজ্ঞেস করুন। জীবনের নতুন অধ্যায় শুরু হলে তা লুকিয়ে রাখবেন না বলেও জানান পুনম।দু’বছর লিভইন সম্পর্কের পরে গত বছর সেপ্টেম্বর মাসে প্রেমিক স্যাম বম্বেকে বিয়ে করেন পুনম। সংসার শুরু করেও বিতর্ক পিছু ছাড়েনি তার। বিয়ের এক মাসের মধ্যেই স্যামের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের করেছিলেন পুনম। গ্রেফতার হয়েছিলেন স্যাম। এরপরেই নাটকীয়ভাবে নিজের অবস্থান থেকে ঘুরে স্যামের হয়ে কথা বলেন তিনি। স্যাম ছাড়া পাওয়ার পর থেকে দু’জনের নতুন কোনও বিতণ্ডার গুঞ্জন আর উঠে আসেনি শিরোনামে।

Source:Daily Ittefaq

%d bloggers like this: