হীরার মাস্ক পরে সমালোচিত ঊর্বশী

শখ পূরণ করতে গিয়ে সামলোচিত হবেন- এটা স্বপ্নেও ভাবেননি বলিউড অভিনেত্রী ঊর্বশী রাওতেলা।

সম্প্রতি হীরা দিয়ে মোড়া একটি মাস্ক পরা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন- ‘সম্পূর্ণ মুখের জন্য হীরের মাস্ক। উফ্‌ বড্ড ভারী! দোষ দেবেন না প্লিজ।’

কিন্তু ঊর্বশী দোষ না দেওয়ার অনুরোধ করলেও তা কাজে আসেনি। বরং করোনার এই দুঃসময়ে তার এই বিলাসিতা দেখে সামলোচনার তীর ছুড়তে শুরু করেছেন দর্শকরা। তার পোস্টে কেউ হাসির জিআইএফ ব্যবহার করেছেন, কেউ লিখেছেন হাস্যকর লাগছে।

এরপরও ঊর্বশী এ নিয়ে কোনো মন্তব্য করেননি।

Source:Daily Inqilab

%d bloggers like this: