খালেদা জিয়ার জন্য ন্যান্সির দোয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন- এমন একটি খবরের লিঙ্ক শেয়ার করেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী। সেখানে তিনি খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছে লিখেছেন, ‘ম্যাডামের অতিদ্রুত সুস্থতা কামনা করছি । মহান আল্লাহ পাক সহায় | বাংলার কোটি জনতার দোয়া আপনার সাথে আছে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে এমন খবর একাধিক সূত্র নিশ্চিত করেছে। ইতোমধ্যে তার চিকিৎসা শুরু হয়েছে। খালেদার পারিবারিক সূত্র বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছে।

পরিবার থেকে জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার রিপোর্ট আসার পরেই দ্রুত চিকিৎসা শুরু হয়েছে।

বিভিন্ন সূত্র বলছে, কয়েক দিন ধরে খালেদা জিয়া জ্বরে ভুগছেন। তাই তিনি করোনা সংক্রমিত কিনা জানতে শনিবার বিকেলে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে তার রক্তের নমুনা সংগ্রহ করা হয়। এরপর ঢাকার অন্যতম একটি হাসপাতালে তার করোনা পরীক্ষা সম্পন্ন হয়। সেই পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। দলের বক্তব্য নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়। কেউই নিশ্চিত করছেন না।

খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে জামিনে রয়েছেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় তাকে কারাগারে যেতে হয়েছিল। দুই বছরের বেশি সময় কারাগারে থাকার পর গত বছর করোনা মহামারির কারণে পরিবারের আবেদনে তাকে ছয় মাসের জামিনে মুক্তি দেয় সরকার, যা তিন দফায় বাড়ানো হয়েছে। বর্তমানে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার সঙ্গে পরিবারের সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক বাদে অন্য কেউ দেখা করতে পারেন না।

Source:Daily Kaler Kantho

%d bloggers like this: