কোহলি–আনুশকার নতুন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
ভারতের তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মার নতুন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
কয়েক সেকেন্ডের সেই ভিডিওতে নিজের শক্তির পরিচয় দিতে দেখা গেছে সদ্য মা হওয়া এই অভিনেত্রীকে।
ভিডিওতে দেখা যাচ্ছে, স্বামী ও ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলিকে পেছন থেকে জড়িয়ে ধরে তুলছেন আনুশকা। প্রথমে নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে তিনি কোহলিকে তুলে ধরেছেন।
তারপর আবারও জীবনসঙ্গীকে উঁচু করেন আনুশকা। এ সময় বিরাটকে উদ্দেশ্য করে অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘তুমি কিন্তু নিজে নিজে উঁচু হবা না। নিজেকে তোলার চেষ্টা করবা না। আমি নিজেই তোমাকে তুলতে পারব। বিরাটও তার কথা সায় দেন।
জানা গেছে, মা হওয়ার দুমাস পর শুটিংয়ে ফেরার কথা ছিল আনুশকার। কিন্তু এতদিন সময় নিলেন না তিনি। এক বিজ্ঞাপনের শুটিংয়ে সম্প্রতি অংশ নিয়েছেন এই নায়িকা।
তবে ভাইরাল হওয়া ভিডিওটি অন্য শুটিংয়ের। যেখানে শুটিংয়ের এক ফাঁকে মেতে উঠেন এ দম্পতি।
আনুশকা শর্মা তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একটি ভিডিও। ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি কি পেরেছি!’
Source:Daily Jugantor