২৬ মার্চ তিশার ওয়েব ফিল্ম

নুসরাত ইমরোজ তিশা। টিভি নাটকের পাশাপাশি রূপালি পর্দায় অভিনয় করছেন। এর সাথে যোগ হয়েছে ওয়েব ফিল্মে অভিনয়। সম্প্রতি মুক্তিযুদ্ধ নির্ভর গল্পে নির্মিত ‘নৈবেদ্য’ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন। মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর হাতে আটকে পড়া এক বীরঙ্গনা নারীকে উদ্ধার এবং যুদ্ধ পরবর্তী সমাজে তার সন্তানের পরিচয় নিয়ে সংকট ও জীবন সংগ্রামকে কেন্দ্র করে এগিয়েছে ‘নৈবেদ্য’র গল্প।

শ্যামল চন্দ্রের লেখা মুক্তিযুদ্ধের গল্প থেকে ‘নৈবেদ্য’ এর চিত্রনাট্য তৈরি করেছেন মান্নান হীরা। ওয়েব ফিল্মটি যৌথভাবে পরিচালনা করেছেন শাব্দিক শাহীন ও সিহানুর রহমান আসিফ।নুসরাত ইমরোজ তিশা ছাড়াও ওয়েব ফিল্মটির অন্যান্য চরিত্রে দেখা যাবে তারিক আনাম খান, হাসান ইমাম, দীপক কর্মকার, সাইকা আহম্মেদ, শাহাজান সম্রাট প্রমুখ। এবং একটি বিশেষ চরিত্রে থাকবেন রওনক হাসান।‘নৈবেদ্য’এর ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার সম্পর্কে বঙ্গ’র প্রধান কন্টেন্ট কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, ‘বাংলা কন্টেন্টপ্রেমী দর্শকদের কাছে নৈবেদ্য’র মতো একটি স্বাধীনতা যুদ্ধ বিষয়ক একটি ওয়েব ফিল্ম পৌছে দিতে পেরে আমরা আনন্দিত। আশা করি দর্শকদের প্রত্যাশা পূরণে সমর্থ হবে নৈবেদ্য।’

আগামী ২৬ এ মার্চ মহান স্বাধীনতা দিবসে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ এর অ্যান্ড্রয়েড ও iOS অ্যাপ এবং ওয়েবসাইট থেকে ফ্রুটফান বিস্কুট নিবেদিত ‘নৈবেদ্য’ নাটকটি উপভোগ করতে পারবেন দর্শকরা।

Source:Daily ittefaq

%d bloggers like this: