সন্তানদের সামনেই অ্যাঞ্জেলিনা জোলিকে নির্যাতন করতেন পিট

সন্তানদের সামনেই সাবেক স্বামী ব্র্যাড পিটের নির্যাতনের শিকার হতেন হলিউডের সাড়াজাগানো অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। আর এ রকম ঘটনা ঘটত প্রায়ই। আদালতে এমনই অভিযোগ করেছেন জোলি। জোলির অভিযোগের পক্ষে আদালতে সাক্ষ্য দিয়েছেন ছেলেও।

৪৫ বছর বয়সী এ অভিনেত্রী জানান, প্রায়ই বাড়ি ফিরে পিট তাকে মারধর করতেন। এসব বিষয়ে জোলির বড় ছেলে ম্যাডক্স আদালতে বাবা পিটের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। জোলির অভিযোগ আর ম্যাডক্সের বিবৃতি দুটোই নিশ্চিত করেছে দি ইনসাইডার ও ইয়াহু।

জোলির ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে দি ইনসাইডার জানায়, জোলির অভিযোগের পরদিনই ম্যাডক্স তার বাবার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে। এমনকি ম্যাডক্স তার নাম ‘ম্যাডক্স জোলি পিট’ থেকে ‘পিট’ বাদ দিয়েছে। তার নাম এখন শুধুই ম্যাডক্স জোলি। আর পিটকে নামের শেষাংশ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত একান্তই তার নিজের। এ নিয়ে এখনও তদন্ত চলছে। সেই তদন্তে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে এসব পটভূমি। তবে এসব অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি অভিনেতা ও প্রযোজক ব্র্যাড পিট।

২০০৬ সালে প্রথমবারের মতো পিট-জোলি নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেছিলেন। আর ২০১৬ সালে জোলি আদালতে বিচ্ছেদের আবেদন করেন। ২০১৯ সালের ১২ এপ্রিল কাগজ-কলমে তাদের বিচ্ছেদ হয়।

অ্যাঞ্জেলিনা ও পিটের তিন সন্তান। শিলোহ এবং যমজ ভিভিয়েন ও নক্স। জোলির দত্তক নেওয়া আরও তিন সন্তান ম্যাডক্স, প্যাক্স ও জাহারা। বিচ্ছেদের পর থেকে সাবেক স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে আসছেন এই সুদর্শনী।

Source:Bangladesh Pratidin

%d bloggers like this: