ফাইজারের টিকা নিলেন অধরা
মহামারি করোনা মোকাবেলায় অবেশেষে টিকার সন্ধান পেয়েছে পৃথিবীর মানুষ। এরই মধ্যে টিকা তৈরিও হয়ে গেছে। বিশ্বের নানা দেশে চলছে টিকা প্রদান কর্মসূচিও। পিছিয়ে নেই বাংলাদেশও।
কয়েক সপ্তাহ আগেই দেশে এসেছে করোনার টিকা। করোনাভাইরাস মোকাবেলায় সারাদেশে টিকা গ্রহণে মানুষের মধ্যে আগ্রহ বেড়েছে।
দেখা যাচ্ছে নানা শ্রেণি-পেশার মানুষ টিকা গ্রহণ করছে। সে মিছিলে যোগ দিয়েছেন তারকারাও। বাংলাদেশের শোবিজ তারকারা টিকা নিচ্ছেন শুরু থেকেই। বাংলাদেশে অবস্থানরত তারকারা কোভিশিল্ড ভ্যাকসিন গ্রহণ করছেন। এর বাইরে অবশ্য বাংলাদেশে অন্য কোনো ভ্যাকসিন আসেনি। তবে চিত্রনায়িকা অধরা খান নিয়েছেন ভ্যাকসিন। তিনি নিয়েছেন ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন। কিভাবে সম্ভব? অধরা খান মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে বাসিন্দা (বসবাসের অনুমতি প্রাপ্ত) যার ফলে প্রায়ই তিনি দেশটির দুবাই শহরে যাতায়াত করেন।
বাসিন্দা হওয়ার শর্ত পূরণের একটি অংশ হলো নির্দিষ্ট মেয়াদে দেশটিতে গিয়ে থাকতে হবে। কিছুদিন আগে অধরা দুবাই গেছেন। সেখানে গিয়েই রবিবার টিকার বুথে ফাইজার বায়োএনটেকের টিকা গ্রহণ করেন।
দুবাই থেকে অধরা বলেন, ‘এখানে সব ধরনের টিকা নেওয়ার সুযোগ রয়েছে। আমি ফাইজারের টিকা নিয়েছি। টিকা বা ইনজেকশন গ্রহণের ভীতি আমার কখনোই ছিল না।’
এর বাইরে অভিনেত্রী নওশীন ও হিল্লোল যুক্তরাষ্ট্রে মডার্নার টিকা গ্রহণ করেছেন বলে জানা গেছে।
Source:Prothom Alo