লাখ টাকার আইসক্রিম চাখতে হুমড়ি
ঢাকার একটি ‘পাঁচ তারা’ হোটেলে সোনায় মোড়ানো এই আইসক্রিম চেখে দেখার সুযোগ দেওয়ার পর এত বেশি আগ্রহী পেয়েছে যে, এখন তারা সরবরাহ করতে পারছে না।
হোটেল সারিনার ফেইসবুক পাতায় একটি পোস্টে বলা হয়, “ঢাকার সবচেয়ে দামি আইসক্রিম পাওয়া যাচ্ছে ৯৯,৯৯৯ টাকায়”। পোস্টের সঙ্গে কাচের ছোট বাটিতে সোনায় মোড়ানো আইসক্রিমের ছবিও দেওয়া হয়।
মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়ে যায়। অনেকেই তা শেয়ার দেন। পোস্টে এমন মন্তব্যও আসে- “আইস্ক্রিমের এই দাম দেখে আই-স্ক্রিম!”
আইসক্রিমের এই দাম নিয়ে লোকে টিপ্পনী কাটলেও ফেইসবুক পোস্ট দেওয়ার একদিনের মধ্যেই এই প্যাকেজটি ‘ওভারবুকড’ হয়ে যাওয়ার কারণে এর অর্ডার নেওয়া বন্ধ আছে বলে জানায় হোটেল কর্তৃপক্ষ। তাও জানানো হয় ফেইসবুক পোস্টে।
১৭ জুলাই হোটেল সারিনার ১৯তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে আনা হয়েছে।এটি দুবাই থেকে আনা ২৪ ক্যারেট ভোজ্য (এডিবল) সোনার তৈরি আইসক্রিম। গহনা হিসেবে ব্যবহৃত সোনা ছাড়াও আরেকটি বিশেষ রকমের সোনা রয়েছে, যা খাওয়াও যায় এবং সেটিই এই আইসক্রিমের রেসিপিতে ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে হোটেল কতৃপক্ষ।
‘গোল্ডেন আইসক্রিম’ নিয়ে হোটেল সারিনার মার্কেটিং বিভাগের সহকারী পরিচালক সৈয়দ মেহরান হোসেন বলেন, “ইতিমধ্যে অসংখ্য অর্ডার হোটেল কর্তৃপক্ষের কাছে এসে গেছে। ওভারবুকড হয়ে যাওয়ায় এখন আর নতুন কোনো অর্ডার নেওয়া যাচ্ছে না।
“ভাবতেই পারিনি এত সাড়া পাব। ভাবিনি একদিনেই এত অর্ডার আসবে, যে অফারটি বন্ধই করে দিতে হবে। আমরা অভিভূত!”
একটি আইসক্রিম, দাম তার লাখ টাকা! অর্থনৈতিক এই সঙ্কটকালে সেই আইসক্রিম চাখার মানুষের অভাব হচ্ছে না বাংলাদেশে।