করোনায় সবজিচাষে উদ্বুদ্ধ করতে কৃষকের মাঝে বীজ ও চারা বিতরণ
পটুয়াখালীর বাউফলে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রান্তিক কৃষকের মাঝে সবজি বীজ ও চারা বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে মঙ্গলবার বেলা ১:৩০ টায় উপজেলা পরিষদ চত্বরে ওই বীজ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মো. আক্তার জামীল।
এসময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, এসিল্যান্ড অনিসুর রহমান বালি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন, উপজেলা কৃষি অফিসার মো. মনিরুজ্জামান হিমু প্রমুখ।
কৃষি অফিস জানায়, মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে বসতবাড়ির প্রতি ইঞ্চি জমি চাষাবাদের আওতায় আনার লক্ষ্যে বাউফলে পাঁচশ’ কৃষকের মাঝে বিনামূল্যে লাউ, করলা, ঢেঁড়স, বরবটি, মিস্টি কুমড়া, শশা, পিয়াজের চারা ও বীজ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।