কিশোরগঞ্জে স্টেশন মাস্টারের ওপর হামলা, বিচারের দাবিতে বিক্ষোভ
শফিক কবীর
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খলিলুর রহমানের ওপর হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে রেলওয়ে কর্মরত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা ।
রবিবার (৩ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ রেলস্টেশনে এ বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়।
এ সময় বক্তারা বলেন, কিশোরগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার খলিলুর রহমানের ওপর হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। এছাড়া হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত শনিবার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে স্টেশনে প্রবেশ করে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর এগারসিন্দুর প্রভাতী এক্সপ্রেস ট্রেন। এ ট্রেনে চরে ভৈরব থেকে কিশোরগঞ্জ আসেন কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার খলিলুর রহমানের স্ত্রী স্কুল শিক্ষিকা উম্মুল সায়েকা দিতি। ট্রেন স্টেশনে প্রবেশ করলে স্ত্রীকে ট্রেনের কামরা থেকে নামাতে যান কর্তব্যরত স্টেশন মাস্টার খলিলুর রহমান। এ সময় কিছু বুঝে ওঠার আগেই অজ্ঞাতনামা ৭ থেকে ৮ যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা খলিলুর রহমানকে পিটিয়ে গুরুতর আহত করে ছিনিয়ে নেন মানিব্যাগ ও স্ত্রীর গলার সোনার চেইন। পরে স্ত্রীর চিৎকারে পুলিশ ও আশপাশের লোকজন ছুটে গেলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে গুরুতর আহত অবস্থায় খলিলুর রহমানকে উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।