ভৈরবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের  উপর হামলার মামলায়  চেয়ারম্যান  গ্রেফতার

এম এ হালিম

ভৈরবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের  উপর হামলার মামলায় সাবেক যুব ও  ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের চাচা ও ব্যক্তিগত এপিএস  সাখাওয়াত উল্লাহ ও স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আঃ হেকিম রায়হান সহ  ২ জন কে গ্রেফতার করেছে ।   র্যাবের মিডিয়া উইং  অফিসারের  পক্ষ থেকে  প্রেস বিজ্ঞপ্তিতে  সহাকারি পুলিশ সুপার আঃ হাই চৌধুরী  জানান, বৈষম্য বিরোধী  ছাত্র আন্দোলনের সময়  গ্রেফতারকৃতরা  গত ১৯ জুলাই দেশীয় অস্ত্র – সস্ত্র নিয়ে আন্দোলনকারী ছাত্রদের উপর হামলা  করে  আহত করে বেশ কয়েক  জনকে আহত করে। এ ঘটনায়  মামুন মিয়া, রুবেল মিয়া ও আলম সরকার  ৩ জন বাদী হয়ে  ভৈরব থানায়  পৃথক ৩ টি মামলা  দায়ের করে। গ্রেফতারকৃতরা ওই  ৩ মামলার এজাহারভুক্ত আসামি ।   শনিবার  তাদের ২ জনকে ধানমন্ডি এলাকা থেকে    গ্রেফতার করা হয়েছে ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ