কিশোরগঞ্জে বেসরকারি কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের ব্যবস্থাপনায় আন্ত: স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
ফয়েজ আহমেদ মামুন
উৎসব মুখর ও জমজমাট বর্নীল আয়োজনে শেষ হয়েছে বাংলাদেশ বেসরকারি কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের ব্যবস্থাপনায় আন্ত: স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী ২০২৪ ইং।শনিবার( ১১ মে ) কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামের মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিয়োদ্ধা প্রফেসর আব্দুর গনি (অব:)
আর .এস. লিবার্টি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো: কাওসার আহমেদ রাজুর স্যারের সঞ্চানলায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মাহমুদ পারভেজ মেয়র কিশোরগঞ্জ পৌরসভা , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ,মজিব আলম ,উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মো:শাহাবউদ্দিন ভূইয়া প্রমুখ ।
বাংলাদেশ বেসরকারি কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শাহ মো: আশরাফ উদ্দিন দুলালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাংবাদিক , রোভার স্কাউট , প্রাক্তন ছাত্রছাত্রী , অবিভাবক , এলাকার গনমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন ,
অনুষ্ঠার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয় ।