ফসলের উৎপাদন বাড়াতে কিশোরগঞ্জে কৃষি প্রশিক্ষণ কর্মশালা
শরিফুল ইসলাম, জ্যেষ্ঠ প্রতিবেদক।
আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শষ্যের নিবিড়তা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হলো কৃষক অবহিতকরণ কর্মশালা ও উঠান বৈঠক।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের মহিনন্দ ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ কর্মশালার আয়োজন করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জেথ জেলা প্রশাসক মোঃ আবুল কালাম আজাদ। বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের পরিচালক কৃষিবিদ মোঃ জিয়াউর রহমান, কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ আব্দুস সাত্তার, কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা ফাহিমা আক্তার ফাহিম, মহিনন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলীসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।
কর্মশালায় কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শস্যের নিবিড়তা ও উৎপাদন বৃদ্ধির উপর বিভিন্ন মতামত তুলে ধরেন কৃষি বিশেষজ্ঞরা।