গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম এর সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম এর সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ ন়ভেম্বর) সন্ধ্যা ৬ টায় ঢাকার ৭৯,কাকরাইল (মায়াকানন) গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন গণতন্ত্রী পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা:শহীদুল্লাহ সিকদার।

সভায় সর্ব সম্মতিতে নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী তফসিল কে স্বাগত জানিয়ে আসন্ন জাতীয় দ্বাদশ সংসদের নির্বাচনে পার্টির পক্ষ থেকে কম বেশি ৫০ টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে ১৪ দলীয় জোটের সাথে ঐক্য বদ্ধ ভাবে নির্বাচন করার ক্ষেত্রে প্রার্থীর সংখ্যা পুনঃ নির্ধারণ করার সিদ্ধান্ত ও গৃহীত হয়।

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শরাফত আলী হীরা, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সারওয়ার ই দীন ,বীর মুক্তিযোদ্ধা একেএম শহীদুল ইসলাম, দুযোর্গপূর্ণ আবহাওয়ার কারণে অনলাইন যুক্ত হয়ে বক্তব্য রাখেন গণতন্ত্রী সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা নূর রহমান সেলিম,প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা জেড এ ওয়াহেদ।সভা সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ