আর্জেন্টিনার ক্লাবে যোগ দিলেন জামাল

এতদিনের গুঞ্জন সত্যি করে মারাদোনা-মেসিদের দেশে খেলতে গেলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক।
গুঞ্জনের শুরু গত ফেব্রুয়ারিতে। এতদিন পর জানা গেল, খবর সত‍্যি। আর্জেন্টিনার ক্লাব স‍্যোশাল অ‍্যান্ড দেপোর্তিভো সোল দে মাইয়োতে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। চুক্তির বিস্তারিত অবশ্য জানায়নি কেনো পক্ষই।

মাস ছয়েক আগে আর্জেন্টিনার দৈনিক টিওয়াইসি স্পোর্টস এক ক্লাব অফিসিয়ালের উদ্ধৃতি দিয়ে জানিয়েছিলেন জামাল যোগ দিচ্ছেন সোল দে মাইয়োতে। মারাদোনা-মেসিদের দেশে জামালের খেলতে যাওয়া নিয়ে শুরু হয় আলোচনা।

অবশ্য সেসময় দেশে চলমান ছিল প্রিমিয়ার লিগের খেলা। জামাল খেলছিলেন শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে। আর্জেন্টিনার ক্লাবে খেলা নিয়ে তখন তিনিও মুখে ছিপি দিয়ে রেখেছিলেন।

কদিন ধরে ওই গুঞ্জন নতুন করে চাউর হয়। বুধবার এ বিষয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে জামাল এড়িয়ে যান আর্জেন্টিনায় যাওয়ার বিষয়টি। ‘দ্রুতই’ বিষয়টি জানাবেন বলে জানান তিনি।

কিন্তু এরই মধ্যে তার ক্লাব সোল দে মাইয়ো তাদের অফিসিয়াল ফেইসবুকে ছবি ও বার্তা পোস্ট করে জানিয়ে দেয় জামালের যোগ দেওয়ার খবর।

“জামাল ভূঁইয়াকে আর্জেন্টিনাতে স্বাগত জানাই এবং সোল দে মাইয়ো পরিবারের জন্য এটি একটি রোমাঞ্চকর মুহূর্ত। আমরা তার এই দলের সাথে অনেক সাফল্য কামনা করি এবং আশা করি, তার উপস্থিতি ক্লাবের ধারাবাহিক উন্নতি ও সফলতায় অবদান রাখবে। একটি চমৎকার মৌসুম কাটান এবং মাঠে আপনার সমস্ত লক্ষ্য অর্জন করুন।”

খানিক বাদে অবশ‍্য পোস্ট সরিয়ে নেয় সোল দে মাইয়ো। পরে সামাজিক যোগাযোগ মাধ‍্যমে জামাল বলেন, তিনি কোনো দলে যোগ দেননি।

“হে জনতা। আমি কোনো চুক্তি বা কিছুতে সই করিনি। প্রতিদিনই দেখি আমার ভিন্ন ভিন্ন ছবি পোস্ট করা হচ্ছে। দেখানো হচ্ছে আমি ভিন্ন ভিন্ন জায়গায় যাচ্ছি। এই মুহূর্তে আমি নিজের পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছি।”

জামালের টুইটে স্থান দেখাচ্ছিল আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেস। পরে তিনি এই টুইট ডিলিট করে দিলেও ফেইসবুক পোস্ট রেখে দেন।

আর্জেন্টাইন কয়েকজন ক্রীড়া সাংবাদিকও জামালের ছবি শেয়ার করে তার সোল দে মাইয়োর হয়ে খেলার খবর জানান।

ডেনমার্কে জন্ম নেওয়া জামাল ডেনিস লিগেও খেলেছেন, এরপর জাতীয় দল হিসেবে নাড়ির টানে বেছে নেন বাংলাদেশকে। শেখ জামাল ধানমন্ডি ক্লাব, সাইফ স্পোর্টিং ঘুরে জামাল গত বছর যোগ দেন শেখ রাসেলে। এর মাঝে তিনি ভারতের ঐতিহ্যবাহী দল কলকাতা মোহামেডানেও খেলেন।

এবার দেশের প্রথম ফুটবলার হিসেবে আর্জেন্টিনার কোনো ক্লাবের খেলতে যাচ্ছেন জামাল। সোল দি মাইয়ো আর্জেন্টিনার তৃতীয় স্তরের লিগ তোরনেয়ো ফেদারেল ‘এ’-তে খেলে।
গত বছর কাতার বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের বাঁধভাঙা আবেগের প্রকাশ চাউর হয় চারদিকে। লাতিন আমেরিকার দেশটির গণমাধ‍্যমেও উঠে আসে এগুলো।

বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়েছিলেন।

সেই ধারাবাহিকতায় কিছুদিন আগে আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব রিভার প্লেটের প্রতিনিধিরা বাংলাদেশে আসেন। দেশের শীর্ষস্থানীয় চারটি ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে আলোচনাও সারেন। সেখানে ইঙ্গিত মিলে দ্বিপাক্ষীক উদ্যোগে একাডেমি চালানো থেকে শুরু করে কোচ, উঠতি খেলোয়াড়দের বিনিময় এবং ট্রেনিং সুবিধা দেওয়া-নেওয়ার মতো বিষয়ও।

ফুটবল-মৈত্রীর জয়গানে ঢাকায় খুলেছে আর্জেন্টিনার দূতাবাস। ফুটবলের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে লাতিন আমেরিকার দেশটির সঙ্গে একটি চুক্তি সই করেছে বাংলাদেশ সরকার।

Credit:Bd News24

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries