নির্বাচনের জন্য হচ্ছে না বিবাহ বিচ্ছেদ, অপেক্ষায় দুই দম্পতি

শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তার স্বামী রোশন সিংহ আর সাংসদ নুসরত জাহান ও তার স্বামী নিখিল জৈন। আইনি পদ্ধতিতে বিচ্ছেদ না হলেও আলাদা রয়েছে দুই দম্পতি। একজন ইন্ডাস্ট্রিতে স্ত্রীর নতুন প্রেমিকের গুঞ্জন নিয়ে বিব্রত। আর একজন ২০২১-এর নির্বাচনের পর স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার অপেক্ষায় দিন গুণছেন।

গত বছর পূজার পর থেকে আলাদা থাকতে শুরু করেছিলেন রোশন এবং শ্রাবন্তী। আইনি পদ্ধতিতে বিচ্ছেদ না হলেও একে অন্যের সঙ্গে কোনও রকম যোগাযোগ রাখেন না তারা। শ্রাবন্তীর রাজনীতিতে যোগদানের পর তাকে সৌজন্যমূলক শুভেচ্ছা জানিয়েছিলেন রোশন। তিনি বলেন, ‘নির্বাচনের আগে কিছুই হবে না। তবে দু’বছর আগে শ্রাবন্তী চট্টোপাধ্যায় নামে একটা মেয়েকে আমি বিয়ে করেছিলাম। কিন্তু আজ রাস্তায় ওকে দেখলে আমি চিনতেই পারব না। ওর মুখটা আমি ভুলে গিয়েছি।’

অন্য দিকে নুসরাতও এখন বাবা-মা আর বোনের সঙ্গে বালিগঞ্জে থাকেন। কিন্তু কোনও দম্পতিরই বিবাহবিচ্ছেদ হয়নি। কিছুদিন আগে নিখিল জানান, তার আর নুসরতের বিবাহবিচ্ছেদ নিয়ে তিনি মুখ খুলবেন না। সেই প্রসঙ্গ ওঠায় তিনি বলেছেন, ‘যে দিন বিবাহবিচ্ছেদ হবে, সে দিন আমি ঠিক জানিয়ে দেব। এখনও সেই সময় আসেনি।’

নিখিল এবং রোশন দুজনেই নির্বাচনের ফলফল ঘোষণার অপেক্ষায়। পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে চলছে ক্ষমতা দখলের লড়াই। সেই সাথে বিবাহ বিচ্ছেদের জন্য দিন গুণছেন দুই দম্পতি।

Daily Kaler Kantho