‘স্ফুলিঙ্গ’ আসছে ২৬ মার্চ

তৌকীর আহমেদ পরিচালিত সপ্তম চলচ্চিত্র ‘স্ফুলিঙ্গ’ মুক্তি পাওয়ার কথা ছিল আগামীকাল। কিন্তু নানান জটিলতায় তা পিছিয়ে গেছে। পরিবেশনা সংস্থা টাইগার মিডিয়া জানিয়েছে, আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিন প্রেক্ষাগৃহে আসছে ছবিটি।

এ প্রসঙ্গে তৌকীর আহমেদ  বলেন, ‘একসপ্তাহ দেরি হচ্ছে, তবে ২৬ মার্চ ভালো একটা দিন। আমার ছবিটি বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও ব্যান্ডসংগীত ও নতুন প্রজন্মের কথা বলবে। সেক্ষেত্রে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিন এটি মুক্তি পাবে বলে ভালো লাগছে। একেকটা ছবি নির্মাণ তো আসলে একটা যুদ্ধের মতো। সেই যুদ্ধটা শেষ করে সিনেমা হলে আসছি, আশা করি আমাদের পরিশ্রম সার্থক হবে।’

Source:Samakal