একদিনে ৩০ জনের করোনা শনাক্ত কিশোরগঞ্জে
সর্বশেষ রোববার (৩১ মে) রাতে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে আরো ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার (৩১ মে) রাতে নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। এই ১৪১ জনের নমুনার মধ্যে নতুন করে ৩০ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে। শনিবার (৩০ মে) পর্যন্ত কিশোরগঞ্জ জেলায় করোনা শনাক্তের সংখ্যা ছিল ৩২৩ জন। নতুন করে আরো ৩০ জনের করোনা শনাক্ত হওয়ায় বর্তমানে আক্রান্তের সংখ্যা ৩৫৩ জনে।
এছাড়া ৩৭ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে। তাদের মধ্যে ৫ জনের দ্বিতীয় নমুনা এবং ২ জনের তৃতীয় নমুনা কোভিড-১৯ পজেটিভ রয়েছেন। অর্থাৎ নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।
নতুন করোনা শনাক্ত হওয়া এই ৩০ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ৪জন, হোসেনপুর উপজেলার ৪জন, তাড়াইল উপজেলার ১ জন, ভৈরব উপজেলার ১৫ জন ও বাজিতপুর উপজেলার ৬ জন রয়েছেন।
কিশোরগঞ্জ সদর উপজেলার ৪জনের মধ্যে বৃহস্পতিবার (২৮ মে) বিকালে মারা যাওয়া লতিবাবাদ ইউনিয়নের অষ্টবর্গ গ্রামের তারা মিয়া (৪৫) এর কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে। মারা যাওয়ার আগে করোনাভাইরাস সন্দেহে নারায়ণগঞ্জ থেকে আসা তারা মিয়ার নমুনা গত বুধবার (২৬ মে) করেছিল স্বাস্থ্য বিভাগ।